ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নির্বাচনের আগেই খালেদার মুক্তি চান মির্জা আব্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
নির্বাচনের আগেই খালেদার মুক্তি চান মির্জা আব্বাস বক্তব্য রাখছেন মির্জা আব্বাস। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া যে কোনো নির্বাচন ‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের মতো’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেজন্য জাতীয় নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

শনিবার (৩০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন। বিএনপির আন্দোলনকালে ‘গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার’ পরিবারকে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী হেল্প সেল।

তারা ছয়টি পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়।  

মির্জা আব্বাস বলেন, ‘অনেকে বলেন বিএনপির নির্বাচনে যাওয়া দরকার। আমিও তাদের সঙ্গে একমত। তবে বিএনপির নির্বাচনে যাওয়ার আগে খালেদা জিয়াকে মুক্ত করা দরকার। খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের মতো হয়ে যাবে। তাই আমি বলবো, যারা নির্বাচনে যেতে চান তারা আগে খালেদা জিয়াকে মুক্ত করার ব্যবস্থা করেন। তাকে নিয়ে নির্বাচনে যাবো। তখন বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। ’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ‘আজকে বাংলাদেশের ঘরে ঘরে স্বজনহারা মানুষের কান্নার রোল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দিন। আর খুনের সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা নিন।  

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বিএনপি কোনো কাপুরুষের দল নয়। বিএনপি একজন মুক্তিযোদ্ধা ‘শহীদ’ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল। খালেদা জিয়া ১৯৭১ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। এ কারণে সরকার প্রতিহিংসায় খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা মামলা’ দিয়ে জেলে নিয়ে নির্যাতন করছে। শুনছি এখন নাকি আবার বিএনপি নেতাকর্মীদের লিস্ট করছে। এসব লিস্ট-ফিস্ট দিয়ে কাজ হবে না। আন্দোলনে লিস্ট বাতাসে উড়ে যাবে। ’

আওয়ামী লীগের মধ্যে বিএনপি-ভীতি কাজ করছে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পায়। তারেক রহমান কখন দেশে চলে আসেন সেই ভয় পায়। তারা মনে করে বাংলাদেশের সব মানুষ তাদের শত্রু। মানুষ তাদের শত্রু ছিল না। তাদের অপশাসন, দুর্নীতি আর লুটপাটের কারণে শত্রু হয়ে গেছে। ’

জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য আরাফাতুর রহমান আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের রাজিব আহসান পাপ্পু, জাতীয়তাবাদী হেল্প সেলের সমন্বয়ক সুমন আহসান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।