ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সুস্থ আছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সুস্থ আছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলামকে দেখতে হাসপাতালে জেএসডি সভাপতি আসম আব্দুর রব   

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন মহাসচিব সুস্থ আছেন। 

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন শুক্রবার (৬ জুলাই) মহাসচিব বাসায় চলে যেতে পারবেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকালে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুল তার চাচার জানাযায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান রাত সাড়ে ১০টায় হাসপাতাল থেকে মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, বর্তমানে মহাসচিব কেবিনে আছেন। শুক্রবার সকালে চিকিৎসকরা চেক আপ করার পর তাকে ছাড়পত্র দেওয়া হবে।

এদিকে মির্জা ফখরুলের অসুস্থতার খবর পেয়ে দিনভর বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা ইউনাইটেড হাসপাতালেন তাকে দেখতে যান।

হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, বিএনপি নেতা কামরুজ্জামান রতন প্রমুখ।

এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে যান।

বাংলাদেশ সময়: ২৩২০ জুলাই ০৫, ২০১৮
এমএইচ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।