রোববার (২৯ জুলাই) দুপুর দুইটার দিকে হাইকোর্ট থেকে তারা ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।
সিলেট বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হকের নির্বাচনী কার্যালয়ের অফিসিয়াল ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে নগরীর চৌখিদেখি এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৭ জুলাই) বিএনপি ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫জনের বিরুদ্ধে মামলা নগরের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এনইউ/এএটি