সোমবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের আয়োজনে শিক্ষার্থীদের ওপর নিপীড়নের প্রতিবাদে সংহতি সমাবেশ তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা চোখ খুলে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের অনেকের বিরুদ্ধে শতাধিক মামলা আছে। আমার বিরুদ্ধে ৮৬ ছাড়িয়ে গেছে। আমরা অনেক নির্যাতিত হয়েছি। অনেকবার কারাগারে গিয়েছি। ৭৮ হাজারের বেশি মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমার নামে নতুন করে মামলা দিয়েছে। কিন্তু আমরা মামলাকে কিছু মনে করি না। কারণ মামলা মূল সমস্যা নয়। মূল ব্যাপার হলো, আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য নিরাপদ রাষ্ট্র রেখে যেতে পারবো কিনা সেটিই ভাবনার। এটি করা আমাদের কর্তব্য। ’
মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদের আন্দোলন অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল। তাদের একটি ব্যানার খুব ভালো লেগেছে আমার। যেখানে লেখা- 'রাস্তা বন্ধ, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’। ছেলেরা আমাদের চোখ খুলে দিয়েছে। ’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি সংগ্রামী দল। আজ সে দলটিই ছেলেদের ওপর গুণ্ডা লেলিয়ে দিয়েছে। ছাত্রলীগ দিয়ে আক্রমণ করেছে। আজকের পত্রিকায় সব এসেছে। রোববার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী নিজে বলেছেন, অনেক হয়েছে বাড়ি ফিরে যাও৷ আমি আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীও হুমকি দিয়েছেন। এর পরপরই আক্রমণ হয়েছে ছেলেদের ওপর। অনেকের বাসায় বাসায় হুমকি দিচ্ছে। প্রত্যেক জেলায় গ্রেফতার শুরু হয়েছে। যারা এ আন্দোলনে সংগঠক হিসেবে কাজ করছে তাদের গ্রেফতার করছে। ’
ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ফোরামের সভাপতি ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এমএইচ/আরবি/