ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, আগস্ট ১৮, ২০১৮
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বহিষ্কার

ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আবু বকর সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) দলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজনকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদেরকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে বলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানান সাত্তার।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।