ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০০, আগস্ট ২৭, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর চানখারপুলে ঝটিকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২৭ আগস্ট) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন গেট থেকে মিছিলটি বের হয়ে চানখারপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মিছিলের আগে সমাবেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।  

মিছিলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলীয় নেতাকর্মীরা স্লোগান দেন। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এমএইচ/এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।