শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম নয়ন সরকার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম খায়ের, জেলা জাসাসের সহ-সভাপতি নিপা আকতার, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাদবর, শরীয়তপুর পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক প্রকাশ বন্দুকছি, ছাত্রলীগকর্মী রিয়াদ মাল, জয় মোল্যা, সবুজ মাদবরের নাম জানা গেছে।
জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বাংলানিউজকে বলেন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মাদবরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এসে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ২৫ জন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আহত জাহাঙ্গীর মাদবর বাংলানিউজকে বলেন, আমরা যুবলীগ ও ছাত্রলীগ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের মিছিলে হামলা করে। এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি