ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তি দাবিতে তোপখানা রোডে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, সেপ্টেম্বর ৮, ২০১৮
খালেদার মুক্তি দাবিতে তোপখানা রোডে বিক্ষোভ বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান নাসিমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, বিএনপি চেয়ারপারসন কারাগারে খুব অসুস্থ। সরকার প্রতিহিংসা করে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে। বিএনপির পক্ষ থেকে বার বার বলার পরও তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এটা অমানবিক।

আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা দাবি করছি। অন্যথায় খুব শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।