ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ১৯, ২০১৮
খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আইনজীবীরা পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে খালেদার দুই আইনজীবী

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার দুই আইনজীবী কারাগারে প্রবেশ করেছেন।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে প্রবেশ করেন।  

এর আগে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) খালেদা জিয়ার সাথে দেখা করতে না পেরে কারাফটক থেকে ফিরে গিয়েছিলেন এ দুই আইনজীবী।

খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের দেওয়া ব্যবস্থাপত্রের বিষয়গুলোও জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) তাকে ব্যবস্থাপত্র অবগত করার বিষয়টি বুধবার (১৯ সেপ্টেম্বর) কারাগারের একটি দায়িত্বশীল সূত্রে জেনেছে বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।