রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দলীয় সংগীত বাজিয়ে জনসভার কার্যক্রম শুরু হওয়ার পর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে মঞ্চের ডান পাশে হঠাৎ দু’টি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে তারা দৌড়ে মঞ্চের পেছনের দিকে চলে যায়।
দুপুর ২টায় জনসভার মূল কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের কেন্দ্রীয় নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও এতে বক্তব্য দেবেন। এখন চলছে সাংস্কৃতিক পর্ব। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীরা দেশাত্মবোধক বিভিন্ন গানের পাশাপাশি ‘অন্যায়-অবিচার’ বিরোধী সংগীতও গাইছেন। খালেদা জিয়ার মুক্তি দাবিতেও গান পরিবেশন করছেন বিএনপির সাংস্কৃতিক পর্যায়ের কর্মীরা। সংগীতশিল্পী ও জাসাস নেতা মনির খানকে গান গাওয়ার সময় সংস্থার সভাপতি হেলাল খানকেও কণ্ঠ মেলাতে দেখা যায়। এছাড়া গানের ফাঁকে ফাঁকে সরকার পতনের দাবিতে কবিতাও আবৃত্তি করা হচ্ছে জনসভায়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টিএম/এইচএ/
** বিএনপির জনসভা মঞ্চে সেলফি তোলার হিড়িক
** বিএনপির জনসভায় চলছে সাংস্কৃতিক পর্ব
** নেতাকর্মীদের জনসভায় অাসতে বাধা দেয়ার অভিযোগ বিএনপির
** জামায়াত-শিবিরের উপস্থিতি নেই, স্বস্তি বিএনপির জনসভায়
** সোহরাওয়ার্দীতে অাসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা
** সোহরাওয়ার্দীতে শক্তি-সামর্থ্যের জানান দিতে চায় বিএনপি