ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিএনপি

তারেককে সাজা দেয়ার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, অক্টোবর ১১, ২০১৮
তারেককে সাজা দেয়ার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ‘ফরমায়েশি’ রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সিএমএম কোর্টের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরীসহ ঢাকা মহানগর দক্ষিণ, কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে বক্তারা অবিলম্বে এই ‌‌ফরমায়েশি রায় প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।