বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় নগরের সদর রোডের বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারওয়ার বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানাই আমরা।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক নিয়মে যাতে কোনো নির্বাচন না হয়, সেজন্য এমন অপচেষ্টা চালানো হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা জঙ্গিরা করেছে। এর সঙ্গে তারেক রহমান কখনোই ছিলেন না।
যুগ্ম মহাসচিব বলেন, একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি এতিমের টাকা আত্মসাত করেছেন। কিন্তু কিছু দিন আগে বর্তমান সরকারের দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে দুদকের করা মামলায় ১৩ বছরের সাজা থেকে তিনি খালাস পেয়েছেন। এতেই প্রমাণিত হয় বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ রয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর বিএনপির এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/টিএ