বুধবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফ্রন্টের বৈঠকের মধ্যখানে ব্রিফিংয়ে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
ব্রিফিংয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিন বিভাগীয় শহরে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর হোটেল লেকশোরে লক্ষ্য ও দাবিসমূহ ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের অবহিত করা হবে। এছাড়া সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, এখনও অনেক দল জাতীয় ঐক্য ফ্রন্টে যুক্ত হতে পারে। তাই লিয়াজোঁ কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, প্রেসক্লাবে ফ্রন্টের অনুষ্ঠানে বলা হয়েছে যেকোনো গণতান্ত্রিক, দেশ প্রেমিক দল, পেশাজীবী ও ব্যক্তি যে কেউ এ ফ্রন্টে যোগ দিতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী।
বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মঈনুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত রায় চৌধুরী ও মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।
বিএনপি-জেএসডি-গণফোরাম-নাগরিক ঐক্য মিলে গত শনিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে নতুন এ রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্ট।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
টিএম/এসআরএস