বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পুলিশের তরফ থেকে অনুমতি না দেওয়ার কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
বাংলানিউজকে তিনি বলেন, সিলেটে সমাবেশের অনুমতি চেয়ে গত বুধবার (১৭ অক্টোবর) পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
তবে কি কারণে দেওয়া হয়নি-সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি।
এদিকে পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার কথা বলা হলেও বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, স্থানীয় পুলিশ তাদের সমাবেশের অনুমতি দিয়েছে।
তবে এ বিষয়ে এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি তার মোবাইলে এসএমএস পাঠালেও উত্তর দেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এনইউ/এমএ