ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে ২৪ ঘণ্টায় ৬৮ বিএনপির নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সিলেটে ২৪ ঘণ্টায় ৬৮ বিএনপির নেতাকর্মী আটক

সিলেট: সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যা রাত থেকে বুধবার (২৪ অক্টোবর) ‍দুপুর ১২টা পর্যন্ত সিলেট মহানগরীর ছয় থানা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তবে কোনো থানা কতজনকে আটক করেছে এ তথ্য এখনো তার কাছে এসে পৌঁছায়নি।

মঙ্গলবার রাত পৌনে ৯টায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুর বাসায় অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এবং মহানগর বিএনপির সহ সভাপতি সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ ছয়জনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ। একই সময়ে নগরের উপশহর পয়েন্ট থেকে ছাত্রদলের আরো চার নেতাকে আটক করা হয়। রাতেই শাহরিয়ার হোসেন চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।