ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিএনপি

হবিগঞ্জে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, অক্টোবর ২৫, ২০১৮
হবিগঞ্জে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ হবিগঞ্জে কাফনের কাপড় পরে ছাত্রদলের বিক্ষোভ। ছবি-বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে খালেদা জিয়ার মুক্তি দাবি ও তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজীব আহমেদ রিংগণের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের শায়েস্তানগর পয়েন্ট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক অতিক্রম করে।

পরে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-সৈয়দ জনি আহমেদ, জসিম মাহমুদ, মুর্শেদ আলম, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম, মাজহারুল ইসলাম রাব্বী, কাউছার আহমেদ রনি, সৈয়দ আশরাফ আহমেদ, সজীব আহমেদ হৃদয়, পরান আহমেদ, আরফিন আবদাল রিয়াদ, শাহ আমিন, আরিফ খান, শামছুল আলম রিপন, আব্দুল্লাহ পারভেজ, শামিম আহমেদ, মিজবাহ উদ্দিন ছাদেক, মুবারক আহমেদ, কাউছার আহমেদ, তরিকুল ইসলাম রাজিব, মবিন আহমেদসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।