ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপিকে ৭ দফার আলোকে সংলাপের পরামর্শ শরিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
বিএনপিকে ৭ দফার আলোকে সংলাপের পরামর্শ শরিকদের বৈঠকে ২০ দলীয় জোটের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপিকে সাত দফার আলোকে সংলাপ করার পরামর্শ দিয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বুধবার (৩১ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেন শরিক দলের নেতারা। বৈঠকে অংশ নেওয়া জোটের এক শীর্ষ নেতা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তবে বৈঠক শেষে গণমাধ্যমে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি জোটের নেতারা। এর আগে সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বসেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। সংলাপ বিষয়ে শরিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে অাগামী ১ নভেম্বর গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নেবে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘন্টা, অক্টোবর ২১, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।