শনিবার (০৩ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের সফিক উল্লার ছেলে।
দলীয় সূত্র জানায়, থানা হাজতে খয়ের নামে এক ব্যক্তিকে একটি মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নেয় পুলিশ। ওই আসামিকে দেখতে থানায় গেলে তাকে আটক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার করমসী গ্রামে গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ কওছার আহমদের বাড়ি থেকে গোপন বৈঠক চলাকালে চেয়ারম্যান গয়াছ মিয়াসহ ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ আগস্ট পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-৯(৮)১৮) দায়ের করে। নাশকতার পরিকল্পনার ওই মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন গয়াছ মিয়া।
তবে থানা কম্পাউন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়নি জানিয়ে ওসি বলেন, হয়তো থানার দিকে আসার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এনইউ/এমজেএফ