ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির মনোনয়ন কিনলেন ঢাবি অধ্যাপক ড. ওবায়দুল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
বিএনপির মনোনয়ন কিনলেন ঢাবি অধ্যাপক ড. ওবায়দুল  মনোনয়নপত্র হাতে ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাগেরহাট-৪ আসনে নির্বাচন করতে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।  

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আগামীতে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে পরিবর্তন সাধিত হবে। পাশাপাশি সব ধরনের অন্যায় অবিচার রোধ করা হবে। দল মনোনয়ন দিলে পরিবর্তনের যে সুর উঠেছে, সরকার গঠন করলে তা বাস্তবায়নে কাজ করে যাবো।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
টিএম/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।