এক সময়ের দেশসেরা এই গোলকিপার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন আমিনুল।
১৯৯৮ সালে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় আমিনুলের। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে টাইব্রেকারের শট আটকে দিয়ে লাল-সবুজদের প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন করেছিলেন আমিনুল।
দুই বছর পর জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই গোলকিপার। ২০১০ সালে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে বিএনপির নির্বাহী কমিটিতে ক্রীড়া সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএইচ/এমজেএফ