ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

৫ মাস পর স্বপদে ফিরলেন সেলিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, ডিসেম্বর ১১, ২০১৮
৫ মাস পর স্বপদে ফিরলেন সেলিম বদরুজ্জামান সেলিম

সিলেট: বহিষ্কারাদেশের পাঁচ মাস পর স্বপদে ফিরলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

সোমবার (১০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে আরিফুল হক চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়।

দলীয় প্রার্থীর বিপরীতে গিয়ে নাগরিক কমিটির ব্যানারে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন বদরুজ্জামান সেলিম। এ কারণে গত ১০ জুলাই তাকে বহিষ্কার করা হয়।

তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মহাগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।

এর কিছুদিন পর ১৯ জুলাই নির্বাচন থেকে সরে দাঁড়ালে মৌখিকভাবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

দীর্ঘ ৫ মাস পর অফিসিয়ালভাবে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।