মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার মাহবুব শ্যামল বলেন, ‘বিজয়নগর উপজেলায় তাকে স্বাভাবিক প্রচার-প্রচারণার ক্ষেত্রে পুলিশ বাধা দিচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনকে প্রত্যাহারেরও দাবি করেছেন তিনি।
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। আমরা গণসংযোগে যে বাড়িতে যাই সেই বাড়িতে পরে পুলিশ গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসে। ’
সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘আমাদের বিরুদ্ধে পাঁচটি গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় আমাদের নেতাকর্মীরা জামিনে আছে। তারপরও আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএপিরসহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম-সম্পাদক মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জিপি