ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৭, ডিসেম্বর ১৮, ২০১৮
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিচালনা কমিটির তালিকা দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমদ আযম খান।

সদস্য- মেজর (অব.) কামরুল ইসলাম, এএসএম আব্দুল হালিম, প্রফেসর তাজমেরী এস ইসলাম, অধ্যাপিকা ড. শাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, প্রফেসর সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, এসএম ফজলুল হক, লে. কর্নেল (অব.) এমএ লতিফ খান, ডা. ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রফেসর মুস্তাহিদুর রহমান, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট মো. সানাউল্লাহ মিয়া, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, নুরুল ইসলাম মনি, অধ্যক্ষ মাজহার হোসেন।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।