শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী, সমর্থকরা না থাকলেও উৎসুক মানুষকে ঘুরতে দেখা যায়।
কনকচাঁপা বলেন, ‘আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি ভালো ফলাফল আশা করছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী। ’
উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ‘পুলিশি নিরাপত্তায় কনকচাঁপা তার স্বামীকে নিয়ে সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগের লোকজনও তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে নৌকার প্রচারণা চালায়। সেখানে আমাদের যাবার কথা থাকলেও রাতে কনকচাঁপার স্বামী মইনুল ইসলাম ফোন করে নিষেধ করায় দলের নেতাকর্মীরা গণসংযোগে যায়নি। ’
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি