ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৭৩ নেতাকর্মীর আগাম জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৭৩ নেতাকর্মীর আগাম জামিন

সিরাজগঞ্জ: নাশকতা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৭৩ নেতাকর্মীর আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারক বিচারপতি মো. আব্দুল হাকিম ও মো. শামীম।

জামিনপ্রাপ্তদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের, আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুবদলের সভাপতি মির্জা বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ১৭৩ নেতাকর্মী রয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোড এলাকায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীতপ্রার্থী রোমানা মাহমুদসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জিমেল বাদী হয়ে বিএনপির ১৭৩ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।