মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জনগণের মৌলিক অধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য আজ সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর আমরা তথাকথিত নির্বাচনে দেখেছি।
এ কমিশনের অধীনে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে যারা নৌকা মার্কায় নমিনেশন পাবেন, তারাই পাস করবেন। কারণ এ নির্বাচনে কোনো বিরোধী দল নেই। তাই প্রতিযোগিতারও কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ও খালেদা জিয়ার মুক্তি একেই সূত্রে গাঁথা। খালেদা জিয়াকে কারাগারে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা শিরিন, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আকতার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ডিএসএস/ওএইচ/