ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপি জেগে উঠবে, আশাবাদী ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
বিএনপি জেগে উঠবে, আশাবাদী ফখরুল আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: যতই নির্যাতন-নিপীড়ন আসুক কেন জাতীয়তাবাদীরা পতাকা তুলে ধরে এগিয়ে যাবে। শুধু দল নয়, জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। অতীতেও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। বিএনপির শক্তি হচ্ছে সাধারণ মানুষ।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় ফখরুল বলেন, দেশজুড়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার।

যতই নিপীড়ন করা হউক না কেন, বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো হয়ে গেছে। এখানে মানুষের কোনো স্বাধীনতা নেই। এ চক্র ভাঙতে হবে। এ অন্ধকার থেকে আমাদের আলোর দিকে আসতে হবে'।

ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে ও ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
ডিএসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।