বুধবার (১৩ মার্চ) সকালে ওই ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইবনে কাজেম একই ইউনিয়নের মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বিএনপি নেতাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি আম বাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি শুটারগান, এক রাউন্ড গুলি, দুইটি ককটেল, দুইটি চাকু এবং ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে এর আগে ২২টি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআরএস