ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির প্রতীকী অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির প্রতীকী অনশন সিলেটে রেজিস্ট্রারি মাঠে বিএনপি অনশন কর্মসূচি

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে সিলেট বিএনপি।

শনিবার (০৬ এপ্রিল) নগরের রেজিস্ট্রারি মাঠে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালিত হয়।  

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলার সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএপির সহসভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, মহানগর বিএনপির সহ-সভপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম,  জেলা বিএনপির উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বর, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ দলের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাকশালি সরকার অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছে। নেত্রীকে বন্দি রেখে এই সরকার বিএনপিকে ধ্বংসের খেলায় মেতেছে। কিন্তু জুলুমের ফল কখনো ভালো হয় না।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।