বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১টায় একটি ফ্লাইটে তার ভারতে যাওয়ার কথা ছিল। নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ এবং বিএনপির আরেক নেতা নিতাই রায় চৌধুরীর কন্যা।
নিপুণ রায় বলেন, ব্যক্তিগত সফরে সপরিবারে কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকা ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। আমাকে মামলার অজুহাত দেখিয়ে ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।
এর আগে গত ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে দেওয়া হয়নি। তার দু’দিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল।
বাংলাদশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমএইচ/এইচএ/