ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কারামুক্ত হলেন শিমুল বিশ্বাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ৪, ২০১৯
কারামুক্ত হলেন শিমুল বিশ্বাস শামসুর রহমান শিমুল বিশ্বাস

নরসিংদী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

শনিবার (০৪ মে) দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

নরসিংদী জেলা কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায়ের পর আদালত প্রাঙ্গণ থেকে তার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। সর্বশেষ শাহবাগ থানার একটি মামলাসহ ১১টি মামলায় জামিনের পর নরসিংদী কারাগার থেকে তিনি মুক্ত হন।

নরসিংদী জেলা কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, চলতি বছরের ৭ মার্চ নারায়নগঞ্জ কারাগার থেকে শিমুল বিশ্বাসকে নরসিংদী কারাগারে নেওয়া হয়। আদালত থেকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শনিবার দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ০৪, ২০১৯ আপডেট: ১৮৩২ ঘণ্টা
এমএইচ/এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।