রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসন থেকে বিএনপির চারজনসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে চূড়ান্ত বৈঠক করে। ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থীকে না দিয়ে জোটের নেত্রী রিটা রহমানকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএইচ/এসএইচ