ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ, ব্রিফিং বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ, ব্রিফিং বৃহস্পতিবার

ঢাকা: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১টায় দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন স্থায়ী কমিটির সদস্যরা।

বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়।  

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য জানান।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করায় দলের সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপেতে এ বৈঠকে সংযুক্ত ছিলেন বলে একটি সূত্র জানায়।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফরে সেদেশের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে সেসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বুয়েট শিক্ষার্থী আববার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এসব বিষয় নিয়েই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন নেতারা।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

** বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।