ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
বিএনপির সমাবেশ ২টায়, মিলেছে অনুমতি

ঢাকা: একদফা পিছিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সমাবেশ রোববার (২৪ নভেম্বর) দুপুর ২টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।

সমাবেশের অনুমতি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

এদিন সকাল সোয়া ১০টায় তিনি বলেন, মৌখিকভাবে পুলিশের অনুমতি পাওয়া গেছে।

দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। সমাবেশ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত ১৯ নভেম্বর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে সমাবেশের ডাক দেন। তবে ২৩ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন থাকায় পুলিশ বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি।

পরে শনিবার দুপুরে পুনরায় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অন্য সংগঠনের অনুষ্ঠান থাকায় পুলিশ আমাদের বলেছে, আপনারা একদিন পর সমাবেশ করেন। ফলে রোববার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।