বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। মূলত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর করণীয় কী, সেটা ঠিক করতেই এ বৈঠক বসেছে বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে খালেদা জিয়ার আইনজীবী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনও রয়েছেন।
বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে খালেদা জিয়ার জামিন খারিজের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে পারেন দলের মহাসচিব। এছাড়া বৈঠকে জামিন খারিজের প্রতিবাদে কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে, বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত।
এর পরপরই বিক্ষোভে ফেটে পড়েন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এমএইচ/টিএ