ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

রাজধানীতে মিছিলে হামলায় কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
রাজধানীতে মিছিলে হামলায় কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মিছিলে হামলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরনো পোস্ট অফিস পাড়ার বিএনপির দলীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম জেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।  

পরে বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব প্রমুখ।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত কারামুক্তি, তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি রাজধানীতে বিএনপি’র মিছিলে হামলা চালিয়ে রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদ জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।