ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যুবদলের কর্মী সভায় হামলা, ফখরুলের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
যুবদলের কর্মী সভায় হামলা, ফখরুলের নিন্দা

ঢাকা: পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মী সভায় পুলিশের হামলা ও নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, মঙ্গলবার পটুয়াখালীর দশমিনায় যুবদলের কর্মী সভায় পুলিশি হামলায় যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি আজিজুল হাকিম আরজু, সহ-সভাপতি ও বিএম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ প্রায় ৫০ জন নেতা-কর্মীকে গ্রেফতার এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলগুলোর কোনো সভা সমাবেশ দূরের কথা, ঘরোয়া কোনো আলোচনা সভাকেও বরদাস্ত করছে না।

নিজেদের ক্ষমতাকে অবৈধভাবে টিকিয়ে রাখতে নেতা-কর্মীদের ওপর চলমান জুলুম-নির্যাতনের অংশ হিসেবেই মঙ্গলবার পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলায় যুবদলের কর্মী সভায় হামলা চালিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার ও আহত করেছে পুলিশ।

তিনি আরও বলেন, দেশে এখন পুলিশি শাসন চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনী সরকারি দলের দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণ নয়, বরং চিরকাল ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে বিনা ভোটের সরকার এখন পুরো মাত্রায় পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার চালিয়ে পৃথিবীর কোনো স্বৈরশাসকই নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান জুলুমবাজ সরকারকেও জনগণের কাছে তাদের অপশাসনের জবাব একদিন দিতেই হবে।  

 

তিনি অবিলম্বে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও পুলিশি হামলায় আহত নেতা-কর্মীদের সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।