ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পেছালো বিএনপির মানববন্ধন কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
পেছালো বিএনপির মানববন্ধন কর্মসূচি

ঢাকা: ওয়াসার পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বঘোষিত সোমবারের (২ মার্চ) বিএনপির মানববন্ধন কর্মসূচি একদিন পেছানো হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

জানা গেছে, সারাদেশে মানববন্ধন কর্মসূচি করার ঘোষণা দেওয়া হলেও ঢাকার কর্মসূচি একদিন পেছানো হয়েছে।

তবে সারাদেশের জেলা শহরে এই কর্মসূচি যথারীতি সোমবার পালিত হবে।

ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে। এ কারণে সারাদেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার।

জানতে চাইলে, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে বলেন, আজকের (সোমবার) মানববন্ধন কর্মসূচি ভিভিআইপি মুভমেন্টের কারণে একদিন পেছানো হয়েছে। এই কর্মসূচি মঙ্গলবার পালিত হবে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।