তিনি বলেছেন, ১৭ কোটি মানুষের জন্য ভেন্টিলেটর আছে মাত্র ১৭০০। হাসপাতালে চিকিৎসক নেই, নার্স নেই।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স করে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, এরই মধ্যে দেশজুড়ে ভয়াবহ খাদ্য সংকট শুরু হয়েছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ দরিদ্র মানুষ সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে নিপতিত হয়েছে। সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বলছে। শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায়। যেকোনো ধরনের জাতীয় দুর্যোগ এলেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়ে যায় পোয়াবারো। অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানচ্ছি।
তিনি বলেন, দু’দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক একাউন্ট নেই মর্মে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। আবারও বলছি, তারেক রহমানের কোনো ফেসবুক একাউন্ট নেই। একইসঙ্গে আরও জানাচ্ছি, [email protected] এই ই-মেইল এড্রেস থেকে প্রতারণামূলক মেইল পাঠানো হয়েছে। যা সম্পূর্ণরুপে মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা নেই। এই নামে তারেক রহমানের কোনো ই-মেইল এড্রেস নেই। কোনো প্রতারক চক্র ভুয়া ই-মেইল একাউন্ট খুলে প্রতারণা করছে। দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এমএইচ/টিএ