ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সব জেলেকে মানবিক সহায়তা দেওয়ার দাবি মৎসজীবী দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
সব জেলেকে মানবিক সহায়তা দেওয়ার দাবি মৎসজীবী দলের

ঢাকা: শুধু নিবন্ধিত জেলেদের জন্য শর্তযুক্ত বরাদ্দ না দিয়ে দেশের সব জেলেদের মানবিক সহায়তা দেওয়ার জোর দাবি জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

মঙ্গলবার (২১ এপ্রিল) মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

নেতারা বলেন, ১৭ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য মতে দেশের ৯৬ টি উপজেলায় শুধু নিবন্ধিত জেলেদের সরকার মানবিক সহায়তা দিচ্ছে।

অবিলম্বে তার পরিবর্তন করে দেশের সব জেলেদের জন্য তা উন্মুক্ত করার দাবি করছেন তারা।

তারা বলেন, বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সরকারের নির্দেশে ঘরমুখী জেলেরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে অমানবিক জীবনযাপন করছেন। এ অবস্থায় শুধু নিবন্ধিত জেলেদের বরাদ্দ দিয়ে যে বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছে মানবিক কারণেই তা পরিবর্তন করে দেশের সব জেলেদের জন্য তা উন্মুক্ত করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।