ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

৪০ জনের টাকা একজনের নম্বরে যাবে: রিজভী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ১৮, ২০২০
৪০ জনের টাকা একজনের নম্বরে যাবে: রিজভী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা নিয়ে ‘বাটপারি’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ৪০ জনের টাকা যাবে একজনের মোবাইল নম্বরে। সেটাও আবার মেম্বারের একজন লোকের নম্বর।

সোমবার (১৮ মে) রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, প্রতি পরিবারে আড়াই হাজার টাকা সহায়তার তালিকায় গরিব মানুষের নাম নেই। এখানেও গরীব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন। সব দলীয় লোক ও তাদের আত্মীয়-স্বজনের নাম। যারা গরিব মানুষের এই টাকা চুরি করেন, আত্মসাৎ করেন, তারা কী মানুষ! জনগণের প্রতি কোনো মায়া থাকতে পারে না। মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই বলেই আজকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সারা দেশের অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এই প্রতিহিংসায় ভুগছে সরকার। এ কারণে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। গুম করা হচ্ছে। এটা কোনো সরকারের নিদর্শন হতে পারে না। যারা ফ্যাসিবাদী, স্বৈরাচার মানুষের কথা শুনতে পারে না, তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।