ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

দুদকের বাজেট বরাদ্দ বাড়ছে

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
দুদকের বাজেট বরাদ্দ বাড়ছে

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৫৯ কোটি টাকা। এর মধ্যে দুই কোটি টাকা উন্নয়ন ও ৫৭ কোটি টাকা অনুন্নয়ন খাতে বরাদ্দের কথা বলা হয়েছে।



এই বরাদ্দ গত বছরের তুলনায় মাত্র ২১ কোটি টাকা বেশি।

২০১৩-১৪ সালে দুদকের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ৩৮ কোটি টাকা। ২০১২-১৩ -তে ছিল ৩৬ কোটি টাকা। এর আগে ২০১১-২০১২ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ হয়, ৩২ কোটি টাকা।

২০১০-২০১১ অর্থবছরে ২৫ কোটি ৮৪ লাখ এবং ২০০৯-২০১০ অর্থবছরে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা।

অপরদিকে, বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮-২০০৯ অর্থবছরে দুর্নীতি দমন ব্যুরোর জন্য বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় এসে ৬ কোটি টাকা কমিয়ে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।