ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

প্রতিরক্ষা খাতে ৪১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুন ৫, ২০১৫
প্রতিরক্ষা খাতে ৪১৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ঢাকা: প্রতিরক্ষা খাতে ৪১৫ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রেখে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বাংলাদেশ সেনা ও নৌ বাহিনী ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় সচিবালয়, জরিপ অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এবং আন্তঃবাহিনী ডিপার্টমেন্টসের জন্য এই বরাদ্দ রাখা হয়েছে।


 
২০১৪-১৫ অর্থবছরে ২২২ কোটি ৪৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হলেও সংশোধিত আকারে তা দাঁড়ায় ২৮৪ কোটি ২৬ লাখ টাকায়।
 
সেনা বাহিনীর জন্য ৫৫ কোটি ৮২ লাখ, নৌ বাহিনীর জন্য ৮০ কোটি টাকা আর বিমান বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮০ কোটি টাকা।
 
এছাড়া প্রতিরক্ষা সচিবালয়ের জন্য ৫০ কোটি ৩৪ লাখ টাকা, জরিপ অধিদপ্তরের জন্য ৪০ কোটি টাকা ও আবহাওয়া অধিদপ্তরের জন্য ২৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
 
আন্তঃবাহিনী ডিপার্টমেন্টেসের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৮৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন আন্তঃবাহিনীর জন্য ৪৪ কোটি ৪৩ লাখ ও স্টাফ কলেজের জন্য ৪০ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমআইএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।