ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মন্ত্রিসভায় ৩ লাখ ৪০ ‍হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২, ২০১৬
মন্ত্রিসভায় ৩ লাখ ৪০ ‍হাজার ৬০৫ কোটি টাকার বাজেট অনুমোদন

সংসদ ভবন থেকে: নতুন ২০১৬-২০১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কো‌টি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

বৃহস্প‌তিবার (২ জুন) দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়।

দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর আড়াইটার পর।

প্রত্যেক বাজেট পেশ করার আগে বিশেষ এ বৈঠক ‌হয়ে থাকে।

বিকেল সাড়ে ৩টায় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত অনুমোদিত এ বাজেট পেশ করবেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৬/আপডেট ১৪৫৮ ঘণ্টা
এসকে/এসএম/জেডএস/এইচএ/

**সংসদে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।