ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বাজেট

চাল আমদানিতে শুল্ক বাড়ছে ১০শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২, ২০১৬
চাল আমদানিতে শুল্ক বাড়ছে ১০শতাংশ

ঢাকা: দেশ বর্তমানে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও উদ্বৃত্ত হওয়ায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে চালের আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
বৃহস্প‌তিবার (০২ জুন) দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়।


 
বাজেটে আমদানি করা চালের উপর বর্তমান শুল্কের সঙ্গে আর ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
তিনি বলেন, বর্তমান ১০ শতাংশ শুল্কের সঙ্গে আরও ১৫ শতাংশ বাড়ানো হবে। এতে বিদেশ থেকে চাল আমদানি করতে ব্যবসায়ীরা নিরুতসাহিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন: ২, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।