ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বাজেট

বাজেটে মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি করায় সেপের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, জুন ৫, ২০১৬
বাজেটে মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি করায় সেপের অভিনন্দন

নেত্রকোনা: প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে গরিব মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা ভোগীর সংখ্যা ৫ লাখে উন্নীত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রাম-সেপ।

রোববার (০৫ জুন) সংস্থার চেয়ারপারসন মাহবুব আলম ও জেনারেল সেক্রেটারি শাখাওয়াত হোসাইনের এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এতে বলা হয়, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ে পরিণত করার যে উদ্যোগ নিয়েছে তাতে স্বাগত জানায় সেপ।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ‘মাতৃত্বকালীন ভাতা’ ভোগী মায়ের সংখ্যা বাড়ানো একটি বাস্তবসম্মত পদক্ষেপ। এতে সরকার ঘোষিত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের  প্রশংসা করা হয় ওই বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।