ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

উচ্চাভিলাসী বাজেটে ১ লাখ ১২ হাজার কোটি টাকাই ঘাটতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ১, ২০১৭
উচ্চাভিলাসী বাজেটে ১ লাখ ১২ হাজার কোটি টাকাই ঘাটতি

ঢাকা: নতুন ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটে ঘাটতিই রাখা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের চেয়ে ১৭ শতাংশের বেশি। এ বাজেটে ঘাতটির পরিমাণ জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৫.০৪ শতাংশ।

যা গত পাঁচবছরের রেকর্ড অতিক্রম করবে।

২০১৬-১৭ অর্থবছরের ঘাটতি ছিল ৪ দশমিক ৭ শতাংশ।  

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী এসময় বলেন, মানুষের দৈনন্দিন উন্নয়নের জন্য বাজেট বাড়ানো প্রয়োজন। তবে আমাদের বাজেটে কিছু ঘাটতিও আছে। আশা করছি সমস্যা হবে না। কেননা আমরা সবাই কর দিলে এই ঘাটতি পূরণ হয়ে যাবে। এজন্য কর দিয়ে সবাইকে বাহাদুরি করতে হবে।

২০১২-১৩ অর্থবছরে বাজেটে ঘাটতির পরিমাণ ছিল ৪ দশমিক ৮ শতাংশ। ২০১৩-১৪ অর্থবছরে ঘাটতি ছিলো  ৪ দশমিক ৬ শতাংশ। আর ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি ছিলো ৫ শতাংশ।

গত অর্থবছরে বাজেটের মোট আকার ছিলো ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা। পরবর্তীতে বাজেটের আকার সংশোধন করে হয় ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/এইচএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।