ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

বাজেট

নড়াইলের কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
নড়াইলের কালিয়া পৌরসভার বাজেট ঘোষণা কালিয়া পৌরসভার বাজেট

নড়াইল: নড়াইলের কালিয়া পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য পাঁচ কোটি ৮৩ লাখ ১৭ হাজার টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ জুন) দুপুরে কালিয়া কমিউনিটি সেন্টারে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন।

এসময় উপস্থিত ছিলেন- কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দীন, পৌর সচিব এসএম মনিরুজ্জামান, কাউন্সিলর অসিত কুমার ঘোষ, তপন কুমার দত্ত, শেখ ফসিয়ার রহমান, ইলিয়াস সরদার, সবুর শেখ, শিবুপদ রায়, মাউফ শেখ, এসম এহসানুল হক রানা, শাহরিয়ার হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর জোসনা বেগম, জাহানারা বেগম, শাহানাজ পারভীন প্রমুখ।

উন্মুক্ত বাজেট আলোচনায় পৌরবাসী কালিয়ার বিভিন্ন সড়কের উন্নয়ন, গণগ্রন্থাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।