ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাজেট

মাদারীপুর পৌরসভার ১০৬ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
মাদারীপুর পৌরসভার ১০৬ কোটি টাকার বাজেট ঘোষণা মাদারীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১০৬ কোটি ২ লাখ ৭৫ হাজার ৬৬৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এ বাজেট ঘোষণা করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় মাদারীপুর পৌরসভার আয়োজনে নতুন কোনো কর আরোপ ছাড়াই এ বাজেট ঘোষণা করা হয়।

 

এতে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ধরা হয়েছে ১০৬ কোটি ২ লাখ ৭৫ হাজার ৬৬৬ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৯৫১ টাকা।  

এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে বাজেট ছিল ৮৪ কোটি টাকা। তবে নয় মাসে এ বাজেটের অর্জন হয় ২০ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭২২ টাকা। যা বর্তমান অর্থবছরের বাজেটের তুলনায় চার গুণেরও কম।

বাজেট ঘোষণার পর পৌরসভা এলাকার উন্নয়ন প্রকল্পের তালিকা ও নতুন করে প্রকল্প গ্রহণের তালিকা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সনাকের সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাজাহান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।