ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাজেট

আইসিটিতে বরাদ্দ ১৭২১ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ৩, ২০২১
আইসিটিতে বরাদ্দ ১৭২১ কোটি

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহত বাজেটও বটে।

এবারের বাজেটে আইসিটি বিভাগে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৭২১ কোটি টাকা। গত অর্থবছরে এ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল এক হাজার ৪১৫ কোটি টাকা। সেই হিসেবে এবারের বরাদ্দ প্রস্তাব ৩০৬ কোটি টাকা বেশি। তবে গেল অর্থবছরে সংশোধিত বাজেটে আইসিটি বিভাগের বরাদ্দ ছিল এক হাজার ৩১ কোটি টাকা। সেই হিসেবে সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় এবারের বরাদ্দ প্রস্তাব ৬৯০ কোটি টাকা বেশি। অর্থ্যাৎ গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার আইসিটি খাতে ৬৬ শতাংশ বেশি প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

করোনাকালীন সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থা যখন আইসিটি খাতের ওপর সর্বাধিত নির্ভরশীল, তখন এ খাতে অধিক অর্থ বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন খাত সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় যে, সংশোধিত বাজেটে শেষপর্যন্ত এ বিভাগে কত বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন:
** তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ
**রূপপুর প্রকল্পে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ
**বাজেটে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি
**যেসব পণ্যের দাম বাড়বে
**যেসব পণ্যের দাম কমছে
**দাম বাড়ছে সিগারেটের
**প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ
**৫০০০০ টাকার বেশি বিল ব্যাংকিং চ্যানেলে না নিলে অতিরিক্ত উৎসে কর
**স্মার্ট ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতি
**২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
**দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি

**করোনা টেস্ট কিট, টিকা আমদানি ও উৎপাদনে কর অব্যাহতি

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।